নিজেকে নিজের মতো করে রাখার শক্তির কথাই আবারও মনে করিয়ে দিলেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। সাম্প্রতিক এক বার্তায় তিনি জানিয়েছেন, অন্যকে নকল করা শুধু অস্বস্তিকরই নয়, নিজের প্রতি অবিচারও বটে। তাঁর মতে, সত্যিকারের স্টাইল আসে নিজের ভেতরের মন থেকে—যা কেউ নকল করতে পারে না, আর নকল করলেও তা কখনোই স্বচ্ছন্দ লাগে না।
শ্রদ্ধার এই বক্তব্য শুধু তারকাদের জন্য নয়, সাধারণ দর্শকের মাঝেও এক ধরনের আত্মবিশ্বাস জাগায়। তিনি বলেন, নিজেকে যেভাবে স্বাচ্ছন্দ্য লাগে, ঠিক সেভাবেই থাকা উচিত। কারণ নিজের মনের মতো করে চলার মধ্যেই থাকে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য ও আলাদা পরিচয়।
বলিউডে দীর্ঘদিন ধরেই নিজের স্বতন্ত্রতা, সরলতা ও আত্মবিশ্বাসের জন্য জনপ্রিয় শ্রদ্ধা। তাঁর এই মন্তব্য ভক্তদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকে মনে করছেন, নকলের চাপে ভরা এই সময়ে এমন বার্তাই মানুষের দরকার।
এমকে/এসএন