সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, বর্তমান সরকারপ্রধান মূলত ব্যক্তিগত এজেন্ডা নিয়েই ব্যস্ত। প্রধান উপদেষ্টার অ্যাডভাইজারি কাউন্সিল দেশের স্বার্থে নয়; বরং তিনটি ভিত্তিতে গঠিত : আত্মীয়-স্বজন, অ্যাসোসিয়েট ও আঞ্চলিকতা। চিফ অ্যাডভাইজারের মনস্তত্ত্ব না বুঝলে দেশের ভবিষ্যৎ রাজনীতি বোঝা যাবে না।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের ইউটিউব প্রগ্রামে তিনি এসব নিয়ে কথা বলেন।
মাহবুব কামাল উল্লেখ করে বলেন, অতীত সরকার নিয়ে তিনি যেমন সাইকোঅ্যানালিসিস করেছিলেন ১৯৭৫-এর পরিবার হত্যাকাণ্ড, ২০০৪-এর গ্রেনেড হামলা ও যুদ্ধাপরাধের বিচার—এসব ঘটনায় শেখ হাসিনার মনে নিরাপত্তাহীনতার স্থায়ী ধারণা তৈরি হয়। এ জন্য তিনি ক্ষমতা ছাড়বেন না বলে বিশ্বাস করতেন এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল ও পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করেন।
বর্তমান নেতৃত্ব সম্পর্কে মাহবুব কামাল বলেন, ড. ইউনূস একজন নার্সিসিস্ট, অর্থাৎ নিজেকে কেন্দ্র করে চিন্তা করেন এবং মানুষের প্রতি সহানুভূতি কম। তিনি আরো বলেন, ড. ইউনূস মানুষের সামনে বড় বড় স্বপ্ন দেখান, ঠিক যেমন একজন জনপ্রিয় জ্যোতিষী ভবিষ্যৎ দেখিয়ে জনপ্রিয়তা পান, স্বপ্ন বাস্তবায়ন হোক বা না হোক।
এমকে/এসএন