পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, সব ধর্মের মানুষ একসাথে মিলে একাত্তরের স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, এবার তারা দুর্নীতিমুক্ত ও বেকারত্বমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হিন্দু ভোটারদের উদ্দেশে শামীম সাঈদী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে মুসলমানদের মতো হিন্দুরাও জীবন দিয়েছেন। ‘সংখ্যালঘু’ হিসেবে তাদের আলাদা করতে চাই না। মসজিদ ও মন্দির উভয়ই ওপেন থাকবে। তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎকেও স্মরণ করেন।
জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শামীম সাঈদী বলেন, কেউ যদি কয়েক কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়, তাহলে এলাকার উন্নয়ন হবে না। তিনি বলেন, ভোট কেনাবেচা অত্যন্ত কম দামে হয় এবং বিদেশে অর্থপাচার নিয়েও সরকারের ভূমিকা আছে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা নির্বাচনে বিজয় আনতে চান, তারা বসে থাকবেন না। পরিবার, বন্ধু ও আত্মীয়-স্বজনকে ভোট দিতে উৎসাহিত করতে হবে।
এমআর/টিকে