জীবন ও ক্যারিয়ার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন ঢালিউডের অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। সম্প্রতি তিনি বলেন, “যেটা যখন তোমার পাওনা, তুমি সেই সময়েই পাবে। আগে পেলাম বা পরে পেলাম এমন কিছুতে বিশ্বাস করি না।”
বিশ্বজিতের মতে, জীবনের প্রতিটি প্রাপ্তিই নির্দিষ্ট সময়ে ঘটে। তাড়াহুড়ো বা হতাশা নয়, বরং ধৈর্য ও নিজের প্রতি আস্থা রাখাই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। তিনি আরও বলেন, অনেক সময় চারপাশের প্রতিযোগিতা মানুষকে অযথাই চাপের মধ্যে ফেলে দেয়, কিন্তু প্রকৃত বিশ্বাস হলো প্রত্যেকটি অর্জনেরই একটি সঠিক সময় আছে।
অভিনেতার এই মন্তব্যে অনেকে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুঁজে পেয়েছেন। ভক্তরা মনে করছেন, বিশ্বজিতের এই জীবনদর্শন তরুণদেরও অনুপ্রাণিত করবে।
এসএস/টিএ