সঙ্গীত জগতে নিজের আলাদা জায়গা তৈরি করতে যেসব শিল্পী অনুপ্রেরণা পান, তার মধ্যে জোজোকে তার পরিবারের কোনও প্রভাব ছাড়া নিজেকে গড়ে তুলতে হয়েছে। এক আলাপচারিতায় জোজো বলেন, “বাবা মা কোনও দিন কোথাও আমাকে রেকমেন্ড করেননি। সবসময় আমার একটাই ভাবনা ছিল, আমাকে অন্যদের থেকে আলাদা হতে হবে।”
জোজোর মতে, স্বতন্ত্র হওয়া এবং নিজের চিন্তাভাবনা অনুসরণ করাই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি আরও বলেন, পারিবারিক সহায়তা থাকলেও নিজের শক্তি ও প্রতিভাকে সামনে নিয়ে আসাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
শিল্পী হিসেবে জোজোর এই দৃঢ় মনোভাব নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। ভক্তরা মনে করছেন, এই ভিন্ন দৃষ্টিভঙ্গিই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।
এসএস/টিএ