চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় এখন আর নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। তবে নিচ্ছেন নতুন কাজের প্রস্তুতি। ছুটির মুডে সময় কাটাচ্ছেন আমেরিকায়। সেখানে গিয়ে ঘোরাঘুরির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের অতিথি হয়েছেন তিনি।
জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোর এবারের পর্বে অতিথি হয়েছিলেন মাহিয়া মাহি। সে কারণেই দুজনের এক হওয়া।
সাক্ষাৎকারে মাহি তার ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন। একপর্যায়ে জায়েদ তার কাছে জানতে চান, ‘তার পছন্দের খাবার কী?’ উত্তরে মাহি বলেন, ‘আমার ভাত এবং শুঁটকি ভর্তা খুব পছন্দ এবং এটি আমার প্রিয় খাবার। বিরিয়ানি খেতেও ভালোবাসি, তবে ভাত খেতে ভালো লাগে।’ এ সময় জায়েদ জানতে চান, আমেরিকায় এসে তিনি বাংলা খাবার মিস করছেন কি না? উত্তরে মাহি বলেন, ‘না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। তাই আমি যখন যা খেতে চাই, ভাবি তাই রান্না করে খাওয়াচ্ছেন ।’
দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বসে। সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি। শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
পিএ/টিএ