লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দিতে প্রস্তুত বার্সেলোনা। দুই বছর পর আংশিকভাবে সংস্কার সম্পন্ন হওয়া কাম্প ন্যূতে ফিরছে দলটি, আর সেই ম্যাচকে ঘিরে দারুণ উচ্ছ্বাস কোচ হান্সি ফ্লিকের শিবিরে।
দলে সুখবরও কম নয়। কুঁচকির চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত লামিনে ইয়ামাল।
গত দুই সপ্তাহ কঠোর পরিশ্রমে নিজেকে ম্যাচ ফিট করে তুলেছেন ১৮ বছর বয়সী এই তারকা। দীর্ঘদিন হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকা রাফিনিয়াও ফিরতে পারেন স্কোয়াডে।
তবে অনিশ্চয়তার নাম মার্কাস রাশফোর্ড। জ্বরে আক্রান্ত হওয়ায় ইংলিশ ফরোয়ার্ডকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ফ্লিক।
স্টেডিয়ামে ফেরাটা যেন বার্সার জন্য নতুন অনুপ্রেরণা। কোচ ফ্লিক বলেন, ‘কাম্প ন্যুয়ে পা রাখার মুহূর্তটা অবিশ্বাস্য ছিল। এটা আমাদের ম্যাচে বিশাল শক্তি দেবে। দর্শকরাও জানে কখন দলকে বাড়তি উত্সাহ দিতে হবে।
লা লিগায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বার্সা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে তাদের মুখোমুখি হবে চেলসি।
এবি/টিকে