শীতের শহরে এখন একটার পর একটা শো করছেন পৌষালী বন্দ্যোপাধ্যায়। গান যেমন জনপ্রিয় হচ্ছে, তেমনই সোশ্যাল মিডিয়ার বিচিত্র মন্তব্যের কারণে পোশাক নিয়েও তাঁকে রাখতে হচ্ছে বাড়তি সতর্কতা। আটপৌরে শাড়ি পরতে ভালোবাসেন তিনি। আগে শাড়িতে ছ’টা সে* ফটি পিন ব্যবহার করলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫-তে।

ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, “আমি আটপৌরে শাড়িই পরি। আমি গান গাইছি, অনুষ্ঠান ভালো যাচ্ছে, শ্রোতারা নাচছেন, কমিটির সবাই খুশি-তারপরও কিছু না কিছু বলার জন্য কিছু মানুষ থাকবেনই। কেউ বললেন, শিল্পী হিসেবে আমাকে আরও রুচিশীল হতে হবে। এটা শুনে নিজের ভিডিও দেখা শুরু করলাম। আসলে এত খুঁটিনাটি খেয়াল করা হয় না। কোথাও শাড়ি একটু সরে গেল, কোথাও ব্রা* য়ের স্ট্র্যা* প এক মুহূর্তের জন্য দেখা গেল, কোথাও পে* টিকো^ ট উঁকি দিল-এসব তো খুব স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো, এ ধরনের মন্তব্য আমার মা-ও দেখতে পেয়েছেন। এরপরই একদিন আমাকে বেশ বকা দিলেন। বললেন, ‘দেখতে পাচ্ছ না, শাড়ির আঁ* চলটা একটু সরে গেছে?’”
তিনি আরও জানান, “মায়ের কথা আর শ্রোতাদের মন্তব্য-এই দু’টো কারণেই আগে যেখানে ছ’টা সে* ফটি পিন লাগাতাম, এখন সেখানে ১৫টা পি* ন লাগাতে হয়।”
এবি/টিএ