ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় আধাঘণ্টারও বেশি সময় যানচলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে কয়েকশ বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এসময় বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় এসে অবস্থান নেয়। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুইপাশে গাড়ির দীর্ঘ যানজট দেখা যায়। ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।
এদিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে প্রশাসন অনুরোধে বিক্ষোভকারীরা পুনরায় এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয়। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়েতে উঠে গিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা চেষ্টা করে। তখন আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।