হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে বড় সুখবর। গ্রাহকের ব্যক্তিগত তথ্য, বিশেষত ফোন নম্বর সুরক্ষিত রাখতে নতুন আপডেট আনতে চলেছে মার্কিন মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ।
বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা কল করলে অপর পক্ষ সহজেই ব্যবহারকারীর মোবাইল নম্বর পেয়ে যান। ফলে অচেনা-অজানা কারো হাতে ব্যক্তিগত নম্বর চলে যাওয়ার ঝুঁকি থেকে যায়।
এবার অ্যাপ আপডেটে এই নিয়মের পরিবর্তন আনতে চলেছে সংশ্লিষ্ট টেক সংস্থা মেটা।
সূত্রের খবর, হোয়াট্সঅ্যাপ নতুন যে আপডেট আনছে, তাতে গ্রাহক কারো সঙ্গে ফোনে কথা বললে বা চ্যাট করলে তার ফোন নম্বর জানতে পারবেন না ওই ব্যক্তি। তার পরিবর্তে ব্যবহারকারী একটি ‘ইউজার নেম’ সেট করে রাখতে পারবেন। যার সঙ্গে কথা বলছেন বা চ্যাট করছেন তিনি শুধু গ্রাহকের ‘ইউজার নেম’ দেখতে পাবেন, ফোন নম্বর নয়।
সামাজিক মাধ্যমের অনেক প্ল্যাটফর্মেই এই ধরনের ফিচার রয়েছে। উদাহরণ হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের কথা বলা যেতে পারে। এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট লক করেও রাখতে পারেন গ্রাহক। সেক্ষেত্রে তার কোনো তথ্যই দেখতে পান না অন্য ব্যবহারকারীরা।
টেক বিশ্লেষকদের দাবি, হোয়াট্সঅ্যাপ নতুন যে আপডেটটি আনছে, তাতে যে বিরাট কোনো পরিবর্তন ঘটবে, এমনটা নয়। তবে কথা বলার অ্যাপটির নিরাপত্তার চাদর যে পুরু হবে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের সংখ্যা যেভাবে হু-হু করে বাড়ছে, তাতে এই বাড়তি সুরক্ষার আলাদা গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট আপডেটটি ২০২৬ সালের শেষের দিকে আসবে বলে জানিয়েছে সূত্র। তত দিন পর্যন্ত অচেনা-অজানা কোনো ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলা বা চ্যাট করার সময় ব্যবহারকারীদেরই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
সূত্র : আনন্দবাজার ডট কম