আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কট্টরপন্থী নেতাদের রোষানলে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। মুস্তাফিজ ইস্যুতে তাকে লক্ষ্য করে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’র মতো আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যার যেভাবে খুশি বলিউড কিংকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও গালমন্দ করছেন।
এমন পরিস্থিতিতে শাহরুখ খানের ফাঁসি চেয়ে বসলেন বিজেপি নেতা ঠাকুর রঘুরাজ সিং। তবে এখানে আরও একটি বিতর্কের বিষয় হলো, বক্তব্যে শাহরুখ খানের পরিবর্তে সালমান খানের ফাঁসি চেয়ে বসেন সেই নেতা।
সম্প্রতি এক বক্তব্যে ঠাকুর রঘুরাজ সিং ক্ষোভ ঝেড়ে বলেন, ‘সালমানের সব ভালোবাসা পাকিস্তানের প্রতি। তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হোক। ও একটা দেশদ্রোহী, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত।’
শাহরুখের জায়গায় চেন্নাই মুস্তাফিজকে কিনলে কি ধোনিকেও ‘গাদ্দার’ বলা হতো?
এরপর মন্তব্যটি ভাইরাল হলে চাপের মুখে পড়েন ওই নেতা। এরপর দাবি করেন, তিনি আসলে শাহরুখ খানের সমালোচনা করতে চেয়েছিলেন, ভুলবশত সালমানের নাম নিয়েছেন।
এ নিয়ে বিতর্ক বাড়ায় রঘুরাজ সিং বলেন, ‘আসলে পাকিস্তান কোনো সমস্যায় পড়লে ওর (শাহরুখ) দরদ উতলে ওঠে। সেখানে টাকা-পয়সাও দান করেন শাহরুখ। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নীরব। আমি মূলত শাহরুখের নাম নিতে চেয়েছিলাম, ভুলবশত সালমানের নাম মুখ দিয়ে বেরিয়ে গেছে।’
এর আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রঘুরাজ সিং, যদিও নামের ভুলে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
এসএন