প্রথমবার বড়পর্দায় এসেই ওপার বাংলার নায়ক দেবের বিপরীতে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। আগামীতে মুক্তি প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’ ছবিতে তাদের এই জুটিকে দেখা যাবে। দেবের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং পর্দায় তার রোম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই নতুন নায়িকা।
জ্যোতির্ময়ী কুণ্ডু জানান, প্রথম যখন তিনি শোনেন যে তার প্রথম চলচ্চিত্রেই বিপরীতে নায়ক দেব, তখন তিনি কিছুটা অবিশ্বাস ও ভয় পেয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় দৃশ্যগুলো দ্রুতই শেষ হয়ে যায়।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী হাসতে হাসতে বলেন, ‘পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্স করতে আমার আপত্তি নেই! তবে বাস্তবে নয়, বাস্তবে দেবদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি।’
তিনি তার প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, “দেবকে প্রথম দেখি ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শেষ করার পর। সে সময় দেবের মুখভর্তি দাড়ি-গোঁফ ছিল এবং ওজনও কিছুটা বেশি ছিল, যা দেখে একটু ভয় লেগেছিল। কিন্তু পরে যখন তিনি ছবির লুকে আসেন, তখন ‘পাগলু’ ছবির সেই দেবদার মতো দেখতে পেয়ে স্বস্তি পাই।”
‘প্রজাপতি ২’ ছবিটির দীর্ঘ শুটিং লন্ডনে হয়েছে। এই ছবিতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন, যা জ্যোতির্ময়ীর প্রথম ছবির অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। জ্যোতির্ময়ী কুণ্ডু টেলিভিশন ধারাবাহিক ‘বঁধুয়া’-তে ‘পেখম’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তিনি দেবের বিপরীতে বড়পর্দায় সুযোগ পান।
ছোটপর্দার শিল্পীদের বড়পর্দায় সুযোগ দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জ্যোতির্ময়ী। তিনি মনে করেন, অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমকে গুরুত্ব না দিয়ে শুধু অভিনয় দক্ষতা দেখা উচিত। তিনি নিজেও ভবিষ্যতে আবার ছোটপর্দায় কাজ করতে আগ্রহী বলে জানান। তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে হাস্যোজ্জ্বল জ্যোতির্ময়ী বলেন, ‘বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কে জড়াতে তিনি আরও ১০-১২ বছর সময় নিতে চান।’
এসএস/টিকে