একসময় আর্থিক টানাপোড়েন এতটাই চরমে পৌঁছেছিল যে বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্যও ছিল না, স্মৃতিচারণায় বললেন অভিনেতা কার্তিক আরিয়ান।
তার কথায়,“বাড়ি ভাড়া চোকানোর মতো ক্ষমতাও আমার ছিল না। ভেবেছিলাম মাথার উপরের ছাদটাও না চলে যায়!”
তখন পরিস্থিতি এমন ছিল যে রুমমেট রেখে ভাড়া ভাগ করার কথাও ভাবতে হয়েছিল তাঁকে।
কার্তিক জানান, “আমি তখন ভাড়া হিসাবে ২০০০ টাকা দিচ্ছিলাম। এক পর্যায়ে এটি ৪,০০০ টাকায় উঠেছিল।”
জীবনের চরম দুঃসময়ের সেই ঠিকানাই আজ তাঁর সাফল্যের সাক্ষী। সময়ের প্রবাহে অবশেষে সেই বাড়িটিই তিনি কিনে নিয়েছেন- জীবনের লড়াইয়ের সামনে এক নীরব জয়ের প্রতীক।
কেএন/টিকে