শুক্রবার অবশেষে ‘চিরদিনই তুমি যে আমার’–এর সেটে ফিরে এলেন জিতু কমল। দীর্ঘ জল্পনার পর তাঁর ফেরা নিয়ে সহ-অভিনেতা ও টিমের সদস্যদের মধ্যেও স্বস্তির হাওয়া। সেদিন রাতে তিনি একটি ফেসবুক লাইভ-এ এসে আবার কাজ শুরু করার কথা জানান। তবে তাঁর কণ্ঠে স্পষ্ট শোনা গেছে গভীর হতাশার সুর।
লাইভে আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করা জিতু বলেন, “ছেড়ে দিয়েছিলাম বীতশ্রদ্ধ হয়ে। সেই প্রোজেক্টে আবার যোগ দিলাম শুধুমাত্র দর্শক আর টেকনিশিয়ানদের কথা ভেবে। একটা ভাঙা কাঁচ জোড়া লাগানোর মতো পরিস্থিতি… চেষ্টা করছি, কিন্তু কতটা সম্ভব হবে জানি না। কোনোরকম কনট্রোভার্সিতে যেতে চাই না।”
তিনি আরও যোগ করেন, “আজ থেকে আবার কাজে যোগ দিলাম। কিন্তু আমাদের সিন কীভাবে হবে-সেটা এখনও আমার কাছে ধোঁয়াশা।”
অন্যদিকে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দিতিপ্রিয়া রায়ের অভিযোগে। সূত্রের খবর অনুযায়ী, শনিবার অভিনেত্রী মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরাম- দুটিতেই লিখিত অভিযোগ জমা দিয়েছেন। প্রথমে তিনি মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন। লীনার পরামর্শেই তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন।
দিতিপ্রিয়া নাকি এখন মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। কারণ, জিতুর সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটাক্ষ ও কটূক্তি করে চলেছে তাঁকে। ফলে কাজে মন বসাতে পারছেন না অভিনেত্রী। তাই তিনি ইতিমধ্যেই ইচ্ছা প্রকাশ করেছেন- ‘চিরদিনই তুমি যে আমার’ ছেড়ে দিতে চান তিনি।
কেএন/টিকে