২ দিনে টেস্ট জিতে অস্ট্রেলিয়ার ক্ষতি ২৪ কোটি টাকা!

১০৪ বছরে প্রথমবার অ্যাশেজের কোনো টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়ে গেল। ট্রাভিস হেডের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিলো অস্ট্রেলিয়া। কিন্তু এই জয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বড় অঙ্কের অর্থ হারিয়েছে। সেই লোকসানের পরিমাণ অন্তত ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকা। ফলে রোমাঞ্চকর অ্যাশেজের লড়াইয়ে এগিয়ে গেলেও ক্ষতিটা মানতে হচ্ছে স্বাগতিকদের।

অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়ে পার্থ টেস্ট। সদ্য শেষ হওয়া টেস্টে বোলাররা কতটা রাজত্ব করছে, তা প্রথম বাক্যেই অনুমান করা যায়। দুই ইনিংসে যথাক্রমে ১৭২ ও ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে অজিরা মাত্র ১৩২ রানে গুটিয়ে যাওয়ায় প্রথম ইনিংসের লিড মিলিয়ে ইংলিশদের পুঁজিটা দাঁড়ায় ২০৫ রানের। ট্রাভিস হেডের ৬৯ বলে রেকর্ডগড়া সেঞ্চুরির সুবাদে স্রেফ ২৮.২ ওভারে ৮ উইকেটে জয় তুলে নেয় স্টিভেন স্মিথের দল।

পার্থে মাত্র দুই দিনেই প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ায়, তৃতীয় দিনের টিকিট কাটা ৬০ হাজার দর্শকের মাথায় হাত। সেজন্য অবশ্য ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার সেঞ্চুরিয়ান ব্যাটার হেড, ‘আমি ৬০ হাজার দর্শকের জন্য কষ্ট পাচ্ছি, যারা কাল (তৃতীয় দিন) এখানে খেলা দেখার জন্য আসতে চেয়েছিলেন। আশা করি পরবর্তীতে আবারও এখানে হাউজফুল দেখা যাবে।’

অথচ মাত্র এক সপ্তাহ আগেও পূর্বাভাস দেওয়া হচ্ছিল- এবারের অ্যাশেজ ঘিরে ক্রিকেট অস্ট্রেলিয়া বড় অঙ্কের অর্থ পকেটে পুরবে। সেই ভাবনায় বড় ধাক্কা লাগল সিরিজের শুরুতেই। কেবল তৃতীয় ও চতুর্থ দিনের হিসাবেই অস্ট্রেলিয়ার ৩ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে দেশটির সংবাদ সংস্থা এএপি। পার্থ টেস্টের প্রথম দিনে ৫১৫৩১ এবং পরদিন ৪৯৯৮৩ মিলিয়ে রেকর্ড ১ লাখ ১৫১৪ দর্শক খেলা দেখতে এসেছিলেন। যা ভেঙে দিয়েছে গত বছর পার্থে চার দিনে শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্টের রেকর্ড। সবমিলিয়ে সেখানে ৯৬৪৬৩ দর্শক ছিল।



গতকাল ম্যাচ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিন মজা করে বলেছিলেন, ‘বড় সংখ্যক মানুষের জন্য বিষয়টা মেনে নেওয়া কঠিন। প্রথমত আমাদের সম্প্রচারকারী সংস্থা। আমাদের জন্য তো অবশ্যই, টিকিট বিক্রি, আমাদের সকল অংশীদার এবং স্পন্সর প্রতিষ্ঠানের জন্যও। এই সিরিজে অর্থনীতির বড় প্রভাব রয়েছে।’ অর্থাৎ, প্রথম দিনেই ১৯ উইকেট পতনের পর ক্ষতির কথা আগেই আন্দাজ করতে পেরেছিলেন এই কর্মকর্তা। অথচ তৃতীয় দিনের সব টিকিটও নাকি বিক্রি হয়ে গিয়েছিল।

গত মাসে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অজি ক্রিকেট বোর্ড ১১.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার লোকসানের হিসাব দিয়েছিল। যা নিয়ে ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান রস হেপবার্ন সমালোচনাও করেছিলেন। কারণ ওই বছর তারা ভারতের সঙ্গে লাভজনক একটি পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে। তবে লোকসানের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন বছরে দর্শকদের বিশাল উপস্থিতি, ভিউয়ারশিপ ও স্পরশিপ পাওয়ার প্রত্যাশা জানিয়েছিলেন সিএ প্রধান মাইক বেয়ার্ড। 

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোটের সময় লাল, হলুদ, সবুজ ৩ ভাগে নিয়ন্ত্রণ হবে আইনশৃঙ্খলা পরিস্থতি: ইসি আখতার Nov 23, 2025
img
আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা Nov 23, 2025
img
আসনের জন্য আমরা কারো সঙ্গে সমঝোতা করবো না : নাহিদ ইসলাম Nov 23, 2025
img
আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবি সার্বিয়ার শিক্ষার্থীদের Nov 23, 2025
চেন্নাইয়ের খ্যাতি ও গ্ল্যামারের আড়ালে শিল্পীর ত্যাগের গল্প Nov 23, 2025
জামদানি শাড়িতে মার্জিত বুবলী, বললেন ঐতিহ্যের গল্প Nov 23, 2025
img
এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প Nov 23, 2025
ডিসেম্বরের শুটিং নিয়ে অনিশ্চয়তায় ‘প্রিন্স’, ঈদে স্ক্রিনে ‘সোলজার Nov 23, 2025
img
শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ Nov 23, 2025
img
চট্টগ্রামে ভুয়া বন্ধকদাতা সাজিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ Nov 23, 2025
img
বাবরি মসজিদ নির্মাণ ঘোষণা নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক Nov 23, 2025
img
২৪-এ যারা লড়াই করেছে তাদের সংসদে যাওয়া উচিত : নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 23, 2025
img
গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে পান্নাকে আইনজীবী নিয়োগ Nov 23, 2025
img
তুমুল প্রশংসায় মনোজ বাজপেয়ী অভিনীত ‘ফ্যামিলি ম্যান থ্রি’ ওয়েব সিরিজ Nov 23, 2025
img
সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান Nov 23, 2025
img
দুই মামলায় সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর Nov 23, 2025
img
বিএনপি প্রার্থীর সমাবেশে খালেদা জিয়াকে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন Nov 23, 2025
img
সারা দেশে আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া Nov 23, 2025
img
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ! Nov 23, 2025
img
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাহিদ ইসলাম Nov 23, 2025