পরান বন্দ্যোপাধ্যায়ের কথায় যেন জীবনের লড়াইয়ের এক অনাড়ম্বর সত্য ভেসে ওঠে। সাম্প্রতিক এক আলোচনায় বর্ষীয়ান এই অভিনেতা বললেন, মানুষের প্রথম লড়াইটা আসলে বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের সঙ্গেই। তাঁর ভাষায়, ব্যথা, হতাশা, সমস্যা, অনিচ্ছা এসবকে নিজের সামনে পৃথক এক বস্তু হিসেবে দেখতে হয়। সেগুলোকেই চিহ্নিত করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হয়।
পরানের এই ভাবনা শুধু অভিনয়জগতের অভিজ্ঞতা নয়, বরং দীর্ঘ জীবন দেখে পাওয়া জ্ঞান। তিনি মনে করেন, মানুষের ভেতরের বাধাগুলোই সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। এগুলোকে মোকাবিলা করতে পারলেই সামনে এগোনো যায়। তাঁর চোখে, সাফল্য বলতে কোনো বড় মুহূর্ত নয়, বরং প্রতিদিন নিজেদের ভিতরের এই ছোট ছোট প্রতিরোধ জয়ের গল্প।
এই অভিজ্ঞতা শেয়ার করার মধ্য দিয়ে পরান যেন নতুন প্রজন্মের অভিনয়শিল্পীই নয়, জীবনযুদ্ধে থাকা যেকোনো মানুষের জন্য রেখে গেলেন এক দিকনির্দেশনা লড়াই শুরু হোক নিজের ভেতর থেকেই।
আরপি/টিকে