বিবেক ওবেরয়ের স্বীকারোক্তিতে যেন ভেসে ওঠে ভাঙনের এক তীব্র ব্যক্তিগত অধ্যায়। এক আত্মবিশ্লেষণে তিনি জানালেন, জীবনের এক কঠিন সময়ে ব্রেকআপ তাঁকে এমনভাবে আঘাত করেছিল যে নিজেকেই শেষ করে দিচ্ছিলেন। সেই মানসিক ভাঙাচোরা সময় সামলাতে গিয়ে তিনি মদ্যপানে জড়িয়ে পড়েন, অকারণে নষ্ট করেন প্রচুর অর্থ।
তাঁর কথায়, তখন মনে হয়েছিল যন্ত্রণাকে ছাপিয়ে যাওয়ার এটাই হয়তো একমাত্র উপায়। কিন্তু সময়ের সঙ্গে বুঝলেন, এসবই ছিল বৃথা। যে মানুষের যাওয়ার ইচ্ছে থাকে, তাকে ধরে রাখার চেষ্টা শুধু নিজের ক্ষতিই বাড়ায়। সম্পর্কের ভাঙন তাকে শিখিয়েছে সবচেয়ে বড় সত্য আত্মবিনাশ নয়, আত্মসম্মানই শেষ কথা।
বিবেকের এই অভিজ্ঞতা আজ নতুন করে আলোচনায়। কারণ তাঁর ভাষ্য শুধু এক অভিনেতার ব্যক্তিগত কষ্ট নয়, বরং অনেকের নিজের হারিয়ে ফেলা অনুভূতিগুলোকেই যেন প্রতিফলিত করে। শেষ পর্যন্ত তিনি বিশ্বাস পেয়েছেন নিজেকে ঠিক করে তোলার শক্তিতে।
আরপি/টিকে