সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেছেন, 'ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, আমাদের বাংলাদেশের ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি হয়। আমরা জালভোটের নির্বাচন আর চাই না, কোনো রাজনৈতিক দলকে কৌশলে হারানোর নির্বাচন চাই না। আমরা একটি ফেয়ার নির্বাচন দেখতে চাই।'
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব।’ এই স্লোগান আপনাদেরকে সবার কাছে পৌঁছাতে হবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে চাই।'
রোববার (২৩ নভেম্বর) বিকেলে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি ময়দানে ছাত্রদল আয়োজিত 'তারুণ্যের ভাবনায় ধানের শীষ' শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আরা স্বপ্না বলেন, 'আপনারা দেশে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার আছেন, আপনাদের পরিবার আছে, এলাকার লোক আছে। সবাইকে বুঝাবেন যেন ধানের শীষে ভোট দিয়ে মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনা যায়।'
কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক শাহাদাত হোসেন রিপনের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র সহ সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাইফুর রহমান নয়নের সঞ্চালনায় এ সময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর আলম, সাবেক সহ সভাপতি ফারুখ আজম, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
ইএ/টিএ