ভুটান থেকে দুই মাস আগে চট্টগ্রাম বন্দরে আসা ট্রানজিট পণ্যের প্রথম চালানের খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন পেতে এত দীর্ঘ সময় লেগেছে। থাইল্যান্ড থেকে আসা চালানটিতে ৬ হাজার ৫৩০ কেজি চকলেট, শ্যাম্পু, পাম ফল জাতীয় পণ্য রয়েছে। এসব পণ্যের জন্য ১০ হাজার ২৩৪ টাকা মাশুল পাবে বাংলাদেশ।
পরীক্ষামূলক এই চালানটির ট্রানজিট রুটের প্রথম ধাপে আছে থাইল্যান্ডের ল্যাম চাবাং বন্দর থেকে চট্টগ্রাম বন্দর। এখানে খালাস হওয়া পণ্য সড়কপথে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের মাধ্যমে শিলিগুড়ি যাবে। সেখান থেকে এটি যাবে ভুটানের ফুয়েন্টশোলিং স্থলবন্দরে। আজ চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর ভুটানের উদ্দেশে রওনা হবে।
ভুটানে কোনো সমুদ্রবন্দর না থাকায় তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করতে হয় তাদের। এজন্য বাংলাদেশের মাধ্যমে পরীক্ষামূলক এই চালান নিচ্ছে তারা। ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হয়েছে 'অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট' চুক্তি ও প্রটোকল। এর আওতায় গত ২২ সেপ্টেম্বর ভুটানের চালানটি বাংলাদেশি পতাকাবাহী 'এমভি এইচআর হিরা' জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
এসএস/টিকে