ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে (৪৮) গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে গত ১৬ নভেম্বর ভাঙ্গা থানার ওসি আফজাল হোসেন বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তৌহিদুর রহমান বুলবুল তালিকাভুক্ত আসামি।
এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের অভিযোগেও তার নামে ভাঙ্গা থানায় আরো একটি মামলা রয়েছে।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘সন্ত্রাস বিরোধী আইনে গত ১৬ নভেম্বর ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে তাকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।’
গত ১৩ নভেম্বর ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আলগী ইউনিয়নের সুয়াদী, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ও চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। কয়েক ঘণ্টা দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে ১৬ নভেম্বর ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে ৪টি মামলা করে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।
আরপি/টিকে