দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কাজের বাইরে যেমন ঘুরে বেড়াতে ভালোবাসেন, তেমনি সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি।ফেসবুক পেজে কাজের খবরসহ নানা ঘটনা প্রকাশ করেন। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে।
কদিন আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করলেন তাসনিয়া ফারিণ। নাম ফড়িং ফিল্মস। সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে প্রথম প্রোডাকশন। তবে সেটা কী এখনো খোলাসা করেননি।
ফারিণ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার জন্য আর কখনো, আমার এ মন গলবে না।’ ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি ফড়িং ফিল্মস থেকে আসন্ন কাজের একটি দৃশ্য। আর এই দৃশ্যটি আসন্ন ট্রেলারেও দেখা যাবে ক্যাপশনে এমন ইঙ্গিতও মিলেছে।
এর আগে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে চাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এরপর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী।
এই অভিনেত্রীকে সব শেষ বড় পর্দায় দেখা যায় পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ। এছাড়াও কলকাতার একটি সিনেমাতেও অভিনয় করছেন।
আর সাম্প্রতিক খবর, ঢাকাই সিনেমার সুপারস্টার অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। হায়াত মাহমুদ পরিচালিত আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য সিনেমাটির নাম ‘প্রিন্স’।
আরপি/টিকে