নির্বাচনকে রক্ষা করা যাবে কি বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘ধারাবাহিক পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে স্বস্তি আনতে হয়। সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। তিনটা ভুয়া নির্বাচনের পরে এবার নির্বাচন হচ্ছে। পুরো দেশবাসীর প্রত্যাশা, বাইরের বিশ্বসহ সবার প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে।’
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘প্রধান উপদেষ্টা অনেকবার বলেছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন। ঐতিহাসিক নির্বাচন করবেন। সর্বশেষ উনি বলেছেন যে দেশ রক্ষা নির্বাচন করবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি সেরকম কোনো আভাস কিংবা ইঙ্গিত দিচ্ছে না। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, স্ট্যান্ডার্ড সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ এখন আছে কি না সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়।’
তুষার বলেন, ‘বড় দলগুলোর মধ্যে একটা সাইকোলজি দেখা যাচ্ছে যে পেশি শক্তি দেখাতে হবে। বড় বড় বাইক শোডাউন দেখবেন এবং সেই বাইক শোডাউনগুলোতে এই পর্যন্ত সারা দেশে সম্ভবত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শাহজাহান চৌধুরী প্রকাশ্য জনসভায় বলেছেন, আমাদের আন্ডারে সমস্ত প্রশাসনকে নিতে হবে। আমাদের কথামত গ্রেপ্তার হবে। আমাদের কথামতো মামলা হবে এবং তারা আমাদেরকে প্রোটোকল দেবে। প্রশাসনকে আগেই নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে।’
তুষার আরো বলেন, ‘উনি (শাহজাহান) এমপিওভুক্ত শিক্ষকদের কথাও বলেছেন। কারণ নির্বাচনটা কনডাক্ট করার ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে ওনার ইনটেনশনটা খুব পরিষ্কার। এই বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এক-দুই দিন কেটে গেল। কিন্তু জামায়াতের কোনো আনুষ্ঠানিক বিবৃতি চোখে পড়ে নাই।’
ইএ/টিকে