স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে ঘিরে একসময় যে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছিল, তা এখন পরিণত হয়েছে জটিল সন্দেহ আর বিতর্কে। বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে মেহেন্দি, গায়েহলুদ, সঙ্গীত সবই হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হয় পলাশকেও। পরিবার দুই পক্ষই তখন ব্যস্ত চিকিৎসা ও সিদ্ধান্তের টানাপোড়েনে। এমন সময়ে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট পরিস্থিতিকে আরও ঘোলা করে তুলল।

ম্যারি ডি’কোস্টা নামে এক মহিলা অভিযোগ তুলেছেন, পলাশ মুচ্ছল তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে ব্যক্তিগত কথোপকথনে অনুচিত ঘনিষ্ঠতার চেষ্টা করেছিলেন। সেই কথোপকথনের প্রতিচ্ছবি তিনিই প্রকাশ্যে আনেন। সেখানে দেখা যাচ্ছে, পলাশ তাঁকে একটি হোটেলে সাঁতার কাটার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। ম্যারির প্রশ্ন তুমি তো সম্পর্কে আছ? উত্তরে পলাশের বক্তব্য সম্পর্কে থাকলে সাঁতার কাটা যায় না, এমন কে বলেছে?
এক জায়গায় পলাশকে স্মৃতির সঙ্গে ‘দূরত্ব’ নিয়ে কথাও বলতে দেখা গেছে। ভিন্ন শহরে থাকার কারণে সম্পর্কে আগের মতো টান নেই এমন মন্তব্যও নাকি ছিল তাঁর। সেই সঙ্গে ম্যারির সঙ্গে দেখা করার আগ্রহ, আশপাশে কেউ চিনে ফেলতে পারে কি না এই আশঙ্কা ও আশ্বাসের কথাও মিলেছে প্রকাশিত স্ক্রিনশটে।
এমন অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠেছে স্মৃতিকে কি ঠকাচ্ছিলেন পলাশ? বিয়ের প্রস্তুতির মাঝেই তোলা এই অভিযোগে ক্রিকেটপ্রেমী থেকে বিনোদনমহল সবাই স্তম্ভিত। তবে স্ক্রিনশটগুলির সত্যতা এখনো নিশ্চিত নয়। স্মৃতি বা পলাশ কেউই এ নিয়ে কোনও মন্তব্য করেননি। কেবল পলাশের দিদি নিশ্চিত করেছেন, আপাতত বিয়ে স্থগিত।
বিয়ের আসরে যে আনন্দের আলো ছিল, তা এখন চাপা উদ্বেগে ঢেকে গেছে। সত্যিই কি সম্পর্কে সমস্যা ছিল? নাকি হঠাৎ ভাইরাল হওয়া এই স্ক্রিনশট কেবলই বিভ্রান্তি? পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা শুধু সময়ই বলবে।
আরপি/টিকে