‘ডেলারোসা’ নামে বহুল পরিচিত ল্যাতিন সংগীতশিল্পী মারিয়া দে লা রোজার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় পার্ক করা গাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তিনি। গত ২২ নভেম্বর ঘটেছে ঘটনাটি।
মার্কিনভিত্তিক মেগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গায়িকা রোজা গত ২২ নভেম্বর ঘটা মারাত্মক একটি ঘটনায় আহত হন। এতে তিনি ছাড়াও আরও দু‘জন আহত হয়েছেন।
স্থানীয় সময় আনুমানিক ১টা ২৫ মিনিটে নর্থরিজের টাম্পা অ্যাভিনিউয়ের পূর্বে ব্রায়ান্ট স্ট্রিটের কাছে গুলির খবর পায় পুলিশ। প্রত্যক্ষদশীদের বরাত পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, ব্রায়ান্ট স্ট্রিটে পার্ক করা একটি গাড়ির দিকে দু‘জন পুরুষ সন্দেহজনকভাবে আসতে থাকেন। তারপর গাড়িতে কয়েকটি গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, এ সময় গায়িকা রোজা গুলিবিদ্ধ হন এবং পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার। আর আহত বাকি দু‘জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় এখনো সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এ ঘটনার কোনো উদ্দেশ্য কিংবা কারণও উদঘাটন করতে পারেনি।
টিকে/