বিগ বস ১৭–এ আলো ছড়ানোর পর অভিনেত্রী আয়েশা খান আবারও শিরোনামে। তবে এবার কারণ তাঁর বলিউডে আত্মপ্রকাশের ছবি ‘কিস কিসকে পেয়ার করूं ২’ নয়, অনলাইন নির্যাতনের বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থান। সম্প্রতি ইনস্টাগ্রামে অশ্লীল বার্তা পেয়ে সেই ব্যক্তিকে প্রকাশ্যে তুলে ধরেন আয়েশা। সঙ্গে লিখেছেন, এই জীবনে কারও এমন আচরণ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, জবাব তিনি ফিরিয়েই দেবেন। তাঁর এই দৃঢ় অবস্থান দর্শকদের কাছেও বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। আয়েশার মতে, প্রকাশ্য জীবনের নারীদের প্রতি ডিজিটাল হেনস্তা আর নীরবে সহ্য করার সময় শেষ।
‘দিল কো রফু কর লে’–তে অভিনয়ের পর বড়পরদায় আসছেন তিনি। আর সেই পথচলাতেই আরও উঁচু হচ্ছে তাঁর কণ্ঠ। ডিসেম্বরের ১২ তারিখ মুক্তি পাবে ‘কিস কিসকে পেয়ার করूं ২’।
এবি/টিকে