গেল বছর ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শরীফুল রাজের ‘ওমর’। থ্রিলার, টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এ ছবিটি প্রশংসাও কুড়ায়। এবার সেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ অ্যামাজন প্রাইমে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিদেশি দর্শকদের কথা বিবেচনায় ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
গল্পের শুরুতেই ঘটে বড় ধাক্কা-প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয় আকস্মিকভাবে। ঘটনাস্থলে থাকা দুই চরিত্র ওমর ও বদি একে অপরকে হত্যার জন্য দায়ী করতে থাকে। তাদের ভয়-বড় মির্জা যদি ঘটনাটি জানতে পারেন, দুজনেরই বিপদ অনিবার্য।
নিজেদের রক্ষায় তারা লাশ লুকানোর সিদ্ধান্ত নেয়। এর পরই গল্প এগোয় একের পর এক রহস্য, টুইস্ট আর উত্তেজনায়; শেষ পর্যন্ত ওমর ও বদির কী পরিণতি দাঁড়ায়, সেটিই টেনে রাখে দর্শককে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শরীফুল রাজ, যিনি অভিনয় করেছেন ওমরের ভূমিকায়। বদির চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে।
এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজী সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি বিশেষ গানে উপস্থিত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।
টিকে/