প্রায় দুই দশক আগের এক স্মৃতি হঠাৎই নতুন হাসির খোরাক এনে দিল ভক্তদের। প্রিয়াঙ্কা চোপড়া নিজের সমাজমাধ্যমে শেয়ার করলেন তাঁর ২০০৪ সালের ছবি “মুজছে শাদি কারোগি”-র একটি স্টিল। ছবিতে সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে ছিলেন তিনি। সেই সময়কার চিকন ভ্রু দেখে নিজেই মজা করে লিখলেন, ভগবানের দয়ায় তাঁর ভ্রু আবার ফিরে এসেছে। নিজের রূপ ও স্টাইল পরিবর্তন নিয়ে এমন সরল রসিকতায় তিনি আবারও প্রমাণ করলেন, তাঁর স্বভাবসুলভ আত্মবিশ্বাস ও রসবোধ আজও অটুট।
দূর দেশে পা রাখলেও দেশীয় ভক্তদের সঙ্গে এই যোগাযোগ প্রিয়াঙ্কাকে আরও কাছের মানুষ করে তোলে। আর তারই মাঝেই তিনি প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় পর্দায় প্রত্যাবর্তনের জন্য। বহু প্রতীক্ষিত নির্মাতা এস এস রাজামৌলির মহাকাব্যিক ছবি “বারাণসী”-তে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন মহেশ বাবু। ইতিমধ্যেই বলা হচ্ছে, জানুয়ারি ২০২৭ সালের উৎসবের সময় ছবিটি মুক্তি পাবে।
একদিকে নিজের পুরোনো রূপ নিয়ে হাসিঠাট্টা, অন্যদিকে মহাকাব্যিক এক প্রত্যাবর্তনের প্রস্তুতি দুই মিলিয়েই প্রিয়াঙ্কার বর্তমান সময় এখন আলোচনার কেন্দ্রে।
আরপি/টিকে