বলিউডে রোম্যান্টিক ড্রামা ঘরানা আবারও সরগরম। ধনুশ ও কৃতি স্যানন অভিনীত ‘তেরে ইশ্ক মেঁ’ মুক্তির আগেই বক্স অফিসে ধরেছে জোরালো গতি। ২৪ নভেম্বর রাত ১১টার হিসাব অনুযায়ী, পিভিআর আইনক্স ও সিনেপলিস মিলিয়ে দিন-১ এর প্রি-সেলে ইতোমধ্যেই বিক্রি হয়েছে ৬৫০০-র বেশি টিকিট। এর মধ্যে সবচেয়ে বড় অংশই এসেছে পিভিআর নেটওয়ার্ক থেকে।
আনন্দ এল রাইয়ের প্রযোজনায় নির্মিত এই ছবিতে সুর দিয়েছেন এ.আর. রহমান। ফলে ‘রাঞ্ঝনা’-র স্মৃতি ও নস্টালজিয়া ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে অতিরিক্ত উত্তেজনা। প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে ছবিটি হয়তো সাম্প্রতিক বেশ কিছু মাঝারি বাজেটের হিন্দি ছবিকেও ছাড়িয়ে যেতে পারে। প্রবাহ একইভাবে চললে প্রথম দিনেই ১২-১৫ কোটি রুপির ওপেনিং ছুঁতে পারে ‘তেরে ইশ্ক মেঁ’।
তবে সামনে আছে এক চ্যালেঞ্জ পরের সপ্তাহেই মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’। সেই প্রতিযোগিতা কিছুটা চাপ তৈরি করতে পারে বটে, কিন্তু গল্প-সঙ্গীত-জুটির রসায়ন নিয়ে দর্শকের ইতিবাচক সাড়া যদি টিকেই থাকে, তাহলে এই রোম্যান্স ড্রামা সহজেই ধরে রাখতে পারে গতি।
প্রি-রিলিজ আলো, সুরের মায়া আর ধনুশ কৃতি রসায়নের ঘূর্ণিতে বক্স অফিসে ভালো কিছুর ইঙ্গিত দিয়েই যাত্রা শুরু করল ‘তেরে ইশ্ক মেঁ’।
আরপি/টিকে