থার্সডে নাইট অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই একটু ফান–ফুর্তি। পরের দিন শুক্রবার বা ছুটির দিন হওয়ায় থার্সডে নাইট যেন ব্যস্তময় জীবন থেকে একটু মুক্তির সময়। বন্ধুদের সঙ্গে এমন এক আড্ডায় মুখর হতে চেয়েছিলেন কয়েক বন্ধু। কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তি তো আনেনি বরং তৈরি করেছে সমস্যা।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প এবং সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। এতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে।
জানা গেছে, থার্সডে নাইট-এর পার্টি, নির্দিষ্ট একটা সময়ের স্মৃতি মনে না পরার মতো ঘটনা এবং সেই ভুলে যাওয়া সময়টাই পুলিশের তদন্ত করে বের করার প্রয়াশ।
ফিকশনটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। জানিয়েছেন, পহেলা বৈশাখের দিনে এই কনটেন্টের শুটিং করেছিলেন।
আসামী পেটানোর দৃশ্য ছিল সকাল বেলা। সেই দৃশ্যের শুটিং শেষ করে দুপুরে ওই শাড়ি পরেই উদযাপনে মেতেছিলেন তিনি।
সামিরা খান মাহি বলেন, মিথিলার জন্যই আমার এই কনটেন্টে কাজ করা। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করতাম। যখন সুযোগ এল একসঙ্গে কাজ করার, তখন আর না করিনি।
ছাত্রজীবনের রাফ–টাফ আর সামান্য রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন ফররুখ রেহা। তিনি বলেন, জাহিদ প্রীতম ভাই আমার প্রিয় একজন নির্মাতা।
তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল এবং সেটা পূরণ হলো। আমি মূলত ডিরেক্টরকে ফলো করি। তিনি যেভাবে চান সেভাবে কাজ করার চেষ্টা করি।
এখানেও সেটাই করেছি। নির্মাতা এখানে আমার করা চরিত্রটি নিয়ে যেভাবে ভেবেছেন, সেটা আমার কাছে দারুণ লেগেছে। একটু অন্যরকম বলে আমিও খুব মজা পেয়েছি কাজটি করে।
ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। এর অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী প্রমুখ। এটি আগামীকাল ২৬ নভেম্বর রাত ১২টায় দেশিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
আইকে/টিএ