বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকদের নজর কেড়েছেন। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই তারকা 'ভয়ংকর সুন্দর' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও প্রশংসিত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। শীতের সকালে নদীতে নেমে জলকেলিতে মেতে উঠেছেন ভাবনা। সেই মুহূর্তের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলামেলা চুলে, কালো টি-শার্ট পরে ভাবনা কচুরিপানার ফুল হাতে ক্যামেরাবন্দী হয়েছেন। ফুলের সঙ্গে তার মায়াবী চাহনী নেটিজেনদের নজর কেড়েছে।
এদিকে ক্যাপশনে লিখেছেন, ‘শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি?’ ভাবনার এই জলকেলির ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ শীতকালে তার জলে নামার দুঃসাহস দেখে অবাক হয়েছেন।
মন্তব্যের ঘরে একজন অনুরাগী লিখেছেন, ‘নদী যেটাই হোক কিন্তু আপনাকে ভীষণ সুন্দর লাগছে।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘আমার তো দেখেই শীত লাগতেছে আর আপনি পানিতে।’
এসএন