গুয়াহাটি টেস্টে ভারতকে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৮ উইকেট, ভারতের প্রয়োজন ছিল ৫২২ রান। ২ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নেমে ভারত এখন বড় পরাজয়ের শঙ্কায়। ১৩০ রান তুলতেই সাত উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।
এই টেস্টেও ভারত জয়ের দেখা পাচ্ছে না, এমনটা ধরে নেয়াই যায়। কলকাতা টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা। এবার গুয়াহাটিতে ভারতের এমন সঙ্গিন দশা দেখে যেন অগ্নিশর্মা ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
গুয়াহাটিতে ভারত যে একাদশ নিয়ে নেমেছে, তা পছন্দ হয়নি শ্রীকান্তের। দল নির্বাচন প্রসঙ্গে তিনি সরাসরি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে অভিযোগের তীর ছুড়েছেন।
আক্সার প্যাটেলকে শেষ টেস্টে না খেলানোর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ভারতকে চার টেস্টে নেতৃত্ব দেয়া শ্রীকান্ত।
তিনি বলেন, আক্সার কেন খেলছে না? সে কি ফিট না? সে সব পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স করছিল। এতো পরিবর্তন করা হচ্ছে কেন? প্রতি ম্যাচেই কারও না কারও ডেব্যু হচ্ছে। তারা এটাকে পরীক্ষা-নিরীক্ষা বলতে পারে।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত আরও বলেন, গৌতম গম্ভীর যা খুশি বলতে পারে, আমার কিছু এসে যায় না। আমি ভারতের সাবেক অধিনায়ক ছিলাম এবং সাবেক প্রধান নির্বাচকও ছিলাম। আমি জানি, কী নিয়ে কথা বলছি।
ব্যাটিং নিয়ে শ্রীকান্তের কাঠগড়ায় 'মেন ইন ব্লু'দের ভারপ্রাপ্ত অধিনায়ক পান্তও। তিনি বলেন তারা হয়তো বলবে, এটাই তার স্বাভাবিক খেলা। কিন্তু সে তো দলের অধিনায়ক, ম্যাচের পরিস্থিতি তার দেখা উচিত নয়?
গৌতম গম্ভীরের দিকে শ্রীকান্তের তোপ দাগানো এবারই প্রথম নয়। এর আগেও পেসার হার্শিত রানাকে দলে রাখা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে গম্ভীরের ‘অনুগত’ বলে মন্তব্য করেন সাবেক এই নির্বাচক। জবাবে গম্ভীর সেই মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
এমকে/এসএন