কিছুদিন আগেই নিজের প্রথম সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এর কাজ শেষ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী রাফাহ নানজীবা তোরসা। এখন চলছে সম্পাদনার কাজ।
এরমধ্যেই খবর, নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন এই সুন্দরী। সিনেমাটি নাম ‘মাটি’।
গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে সৈয়দ শমসের তারিফের পরিচালনায় এখানে তোরসার বিপরীতে অভিনয় করছেন আলভি মামুন। গেল ৩১ অক্টোবর থেকে ঝিনাইদহের মহেশপুরে ছবিটির শুটিং শুরু হয়ে এখনো চলছে। চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাফাহ নানজীবা তোরসা বলেন, ‘একদমই গ্রামীণ প্রেক্ষাপটের গল্প। পুরো গল্পটাই মূলত ইছামতী নদীকে ঘিরে। এখানে আমার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা করা যায়।’
তিনি আরো বলেন, ‘প্রায় এক মাসের মতো হয়ে যাবে শুটিং শুরু করেছি, এখনো আমরা ঝিনাইদহের মহেশপুরে আছি। এখানে আরো কিছুদিন শুটিং হবে।’ নিজের অভিনীত প্রথম সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে বলে জানান তিনি। যদি ‘মাটি’ ছবিটি আগে রিলিজ হয় তাহলে এটিই হবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।
সিনেমা দুটির মুক্তি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘‘নির্জন স্বাক্ষর’-এর শুটিং শেষ, এখন ভারতে সম্পাদনা চলছে। এটার মুক্তির বিষয়ে এখনো কিছু জানি না। ‘মাটি’র কাজও শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর পরিচালক হয়তো ভালো বলতে পারবেন, কবে এটা মুক্তি পেতে পারে।”
এদিকে জানা গেছে, ‘মাটি’ সিনেমাটি আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক। প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর রাফা নানজীবা তোরসা ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন। অভিনয়ে তার প্রথম কাজ ছিল ঈদের টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।
আইকে/টিএ