ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত হয়েছে প্রায় আড়াইশ' জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর।
রোববার দেশটিতে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি শুরু হয় শিলা বর্ষণ। সাধারণের তুলনায় আকারে বেশ বড় এবং ভারী বরফখণ্ডগুলো আঘাত হানে এরেচিম শহর এবং এর আশপাশের এলাকায়। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যানবাহন এবং বাড়ির ছাদ। ক্ষয়ক্ষতির শিকার ১০ হাজারেরও বেশি পরিবার।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, অনেক শিলাখণ্ড 'বেসবল-আকারের' যা বাড়িঘর ও ব্যক্তিগত সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। সেইসাথে, বাসস্থানের ভেতরে বিশাল শিলাগুলো জানালা এবং কাচের দরজায় আঘাত করছে এবং ভেঙে ফেলছে।
স্থানীয় সরকার জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিচ্ছন্নতায় কাজ করছে সিভিল ডিফেন্স, অগ্নিনির্বাপক এবং সামরিক ব্রিগেডের কর্মীরা। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবকরাও।
কেএন/টিএ