বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সম্পর্কে ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য’ প্রচারের অভিযোগে একটি ফেসবুক পেইজ পরিচালনার সঙ্গে যুক্ত ৯ শিক্ষার্থীকে আইনি নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সাংবাদিক সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন।
তিনি জানান, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সম্পর্কে ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য’ প্রচার করে ‘Linkers in Barishal University’ নামের একটি ফেসবুক পেইজ।
মঙ্গলবার তাদের পক্ষে ওই পেজের এডমিন, মডারেটরসহ ৯ জনকে আইনজীবী মো. শফিকুল ইসলাম নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশ প্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী মুক্তাদির রিজভী, জাওয়াদুর রহমান সৃজন, একই বিভাগের ২০১৩-১৪ ব্যাচের নাহিদ হাসান, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ ব্যাচের ফজলে রাব্বি রকি, অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ ব্যাচের গাজী আবু রায়হান, মার্কেটিং বিভাগের ২০২২-২৩ ব্যাচের ইমরান মুন্না, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ ব্যাচের আফসানা কবীর এবং আইন বিভাগের ২০২০-২১ ব্যাচের সুমাইয়া আফরোজ শ্রাবণী।
নোটিশে বলা হয়েছে, ২৮ অক্টোবর সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছবি ও লোগো ব্যবহার করে পেজটি একটি বিভ্রান্তিকর স্ট্যাটাস প্রকাশ করে। ৩১ অক্টোবর আবারও সমিতির সদস্যদের বিরুদ্ধে ‘অবৈধভাবে রুম দখলসহ’ একাধিক ভিত্তিহীন অভিযোগ তুলে ৩০ লাইনের আরেকটি মানহানিকর পোস্ট করা হয়।
নোটিশে আরও বলা হয়, এসব পোস্টের মাধ্যমে সাংবাদিক সমিতির সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং সদস্যদের ব্যক্তিগতভাবেও মানহানি করা হয়েছে। নোটিশে পেইজ পরিচালনাকারীদের ১৫ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, সংশ্লিষ্ট স্ট্যাটাসগুলো মুছে ফেলা, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করতে বলা হয়েছে। অন্যথায় সাইবার সুরক্ষায় দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
পেজটির মডারেটর ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান মুন্না বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তারা যদি আলোচনায় আসে, আমরা আলোচনা করব। আর আইনগত পদক্ষেপ নিলে আমরাও আইনি পথে হাঁটবো।’
এমকে/এসএন