প্রাইম ভিডিওতে আগামী ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সপারনেচারাল কমেডি ছবি থম্মা, যেখানে অভিনয় করেছেন রশ্মিকা মন্দান্না ও আয়ুষ্মান খুরানা। ছবিটি প্রথমে কেবল রেন্টাল হিসেবে উপলব্ধ থাকবে এবং ১৬ ডিসেম্বর থেকে সাবস্ক্রাইবাররা বিনামূল্যে দেখতে পারবে।
ছবিটি নির্মিত হয়েছে সম্প্রসারিত ম্যাডক হরর কমেডি ইউনিভার্স (MHCU)-এর অংশ হিসেবে। এতে রশ্মিকা অভিনয় করেছেন তাডকা চরিত্রে, একজন আধুনিক যুগের বেতাল রূপে, আর আয়ুষ্মান অভিনয় করেছেন একজন সাংবাদিকের ভূমিকায়, যিনি নিষিদ্ধ ভালোবাসার জটিলতায় জড়িয়ে পড়েন। নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনয় করেছেন যক্ষসান চরিত্রে, একজন প্রাচীন বাম্পায়ার নেতা হিসেবে।
এর আগে থ্ম্মা বিশ্বব্যাপী ১৮০ কোটি টাকার সফল ব্যবসা করেছে। MHCU-তে এটি স্ট্রী ও ভেদিয়ার পরবর্তী ছবি হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রেম, কমেডি ও ভারতীয় লোককাহিনীর সংমিশ্রণে গড়া এই ছবিটি ভৌতিক রোমান্স প্রেমীদের জন্য এক অনিবার্য দর্শনীয় উপহার।
এমকে/এসএন