বাংলাদেশের সিনেমা জগতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে যখন প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও প্রধান মুক্তির ক্ষেত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে। সেই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘নূর’। একসময় বড়পর্দার জন্য নির্মিত এই রোমান্টিক সিনেমা অবশেষে পেল ওটিটি মুক্তির নতুন গন্তব্য, বায়োস্কোপ অ্যাপে।
২০২২ সালে প্রথম সেন্সর বোর্ডে জমা পড়া ‘নূর’ কিছু ত্রুটির কারণে ছাড়পত্র আটকে যায়। সংশোধনের পর একই বছরের শেষ দিকে ছাড়পত্র মেলে। তারপরও নানা কারণে মুক্তি পিছিয়ে যায়। ২০২৪ সালের জুনে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘কোয়ায়েট অ্যান্ড সেট’ দায়িত্ব নিলে ছবির পুনরায় পরিকল্পনা শুরু হয়। চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে। তবে তারিখ এখনও ঘোষিত হয়নি, শোনা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই এটি অন্তর্জালে আসবে।
পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, দর্শক এখন ওটিটির দিকে বেশি ঝুঁকছে। তিনি বলেন, “ওটিটিতে মুক্তি দিলে দর্শক আরও কাছ থেকে সিনেমা উপভোগ করতে পারবে। ‘নূর’ এমনই গল্পের সিনেমা যা ভালোবাসা পাবে।”
অভিনেত্রী ঐশী বলেন, বড়পর্দা প্রথম আমাদের ধারণা ছিল, তবে এখন ওটিটি শক্তিশালী মাধ্যম। দর্শক ঘরে বসে সিনেমা দেখে, আলোচনা করে। তাই ‘নূর’ হয়তো এখানেই নতুন দর্শক খুঁজে পাবে। তিনি আরও যোগ করেন, “গল্প, অভিনয় ও নির্মাণ মিলিয়ে ‘নূর’ একটা আলাদা অনুভূতির কাজ। দর্শক কীভাবে গ্রহণ করে সেটিই এখন দেখার বিষয়।”
অভিনেতা আরিফিন শুভ ছবির সহ-প্রযোজনাতেও যুক্ত। তিনি মনে করেন, সিনেমার নতুন পথও দর্শকের কাছেই পৌঁছাবে। ‘নূর’-এর শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে পাবনায় এবং শেষ হয় নভেম্বরে। শুভ ও ঐশী দুজনেই এই সিনেমার প্রচারণা ও ফটোশুটে ব্যস্ত।
ঐশী সম্প্রতি ‘সোলজার’-এর শুটিং শেষ করেছেন যেখানে আছেন শাকিব খানের বিপরীতে। শুভ নতুন সিনেমা ও বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’-এর কাজেও যুক্ত, তবে মুক্তির সময় এখনও অনিশ্চিত।
‘নূর’ হচ্ছে সেই সিনেমা যা দর্শককে বড়পর্দার নস্টালজিয়া ও ওটিটির আধুনিক অভিজ্ঞতা একসাথে দিতে পারবে।
এমকে/এসএন