দীর্ঘ অসুস্থতার পর সোমবার, ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘হিম্যান’। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে ধর্মেন্দ্রের স্মরণসভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে পরিবার ঘোষণা করেছে, আজ বৃহস্পতিবারই বিকেল ৫.৩০টা থেকে ৭.৩০টা পর্যন্ত মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে তার জীবন ও ফিল্মি কেরিয়ারের স্মরণে আয়োজিত হবে এই অনুষ্ঠান। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ‘সেলিব্রেশন অফ লাইফ’ নামের অনুষ্ঠানে ধর্মেন্দ্রকে শ্রদ্ধায় স্মরণ করা হবে।
উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিন। মৃত্যুর আগের কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন। বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষও তার শেষকৃত্যে এবং পরিবারের পাশে দাঁড়াতে এসেছিলেন।
ধর্মেন্দ্র শুধু তার অভিনয়েই নয়, ব্যক্তিত্ব ও মানুষ হিসেবে বলিউডে অনন্য ছাপ রেখেছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে এবং ভক্তদের মধ্যে শূন্যতার অনুভূতি বিরাজ করছে।
আরপি/এসএন