আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। নিজের ছবির অনাধিকার ব্যবহার ও অপব্যবহারের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলেন অভিনেত্রী।
এই বলিউড অভিনেত্রীর অনুমতি ছাড়া তার ছবি ও ভিডিও ব্যবহার করা এবং কনটেন্ট প্রচার করার অভিযোগে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিল্পা।
তার অভিযোগ, বেশ কিছু সংস্থা নাকি তার অনুমতি না নিয়ে শিল্পার ছবি ও ভিডিও ব্যবহার করছে। অসংখ্য অজানা ওয়েবসাইটে ব্যবহার করছে শিল্পার বিভিন্ন ছবি। যা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলি তার কাছ থেকে কোনওরকম অনুমতি নেয়নি। তার ছবি ব্যবহার করেই চলছিল সেসব সংস্থার পণ্যের বিজ্ঞাপন।
ইতোমধ্যেই শিল্পার আইনজীবী রাইস খান জানিয়েছেন, তার মক্কেল অর্থাৎ শিল্পা, বহু বছর ধরে নিজের কাজের দক্ষতায় নিজের পরিচয় তৈরি করেছেন। সেক্ষেত্রে তার সুনাম, মর্যাদা ও পরিচিতিকে ব্যবহার করে কেউ বাণিজ্যিকভাবে সুবিধা নেয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে আইনি পথে হাঁটবেন। একইসঙ্গে হাইকোর্টের কাছে তার আবেদন, শিল্পার পরিচিতিকে যেন সুরক্ষা দেয়া হয়।
এর আগে একই সমস্যায় আইনি পথে হেঁটেছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে সোনাক্ষী সিনহা কিংবা হৃতিক রোশন, অক্ষয় কুমার প্রত্যেকেই এর আগে একই সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রত্যেকেই হেঁটেছেন আইনি পথে।
এদিকে স্বামী রাজ ও শিল্পার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর্থিক জালিয়াতি থেকে বিদেশের মাটিতে জন্মদিন পালন করতে গিয়ে সেখানকার নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার থেকে পর্ণকাণ্ডে নাম জড়ানো- সব ক্ষেত্রেই উঠে এসেছে রাজ-শিল্পার নাম।
টিজে/টিকে