বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী অ্যাড. আহমেদ আযম খানের প্রতি অনাস্থা জানিয়ে সখীপুর উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় ১১ নেতা পদত্যাগ করেছেন। শুধু উপজেলা নয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও প্রায় দুই শতাধিক নেতা-পদধারীও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান সাজু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টারসহ দলের অন্যান্য নেতারা।
সংবাদ সম্মেলনে শাজাহান সাজু বলেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিক মাঠে ফেরানোর সুযোগ সৃষ্টি করছেন। বিএনপির স্থানীয় কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থি ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় সামনে আনা হচ্ছে।
এ ছাড়া দলের বাইরে গিয়ে তিনি ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টার বলেন, প্রার্থী আহমেদ আযম খান একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টাঙ্গাইল জেলার অন্যতম মুক্তিযুদ্ধ সংগঠক বীর মুক্তিযোদ্ধা খালেক মণ্ডলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার ঘটনাই প্রমাণ করে তিনি আদর্শবান রাজনীতিবিদ নন।
নেতারা বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানান, টাঙ্গাইল-৮ আসনে অ্যাডভোকেট আহমেদ আযম খানের মনোনয়ন বাতিল করে একজন সৎ, নীতিবান ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য।
এসএস/টিএ