দেশরক্ষা, শৃঙ্খলা আর আকাশজয়ের অটুট প্রত্যয়ে বাংলাদেশ বিমান বাহিনীর নবীন অফিসারদের আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। যশোরে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হলো শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ–২০২৫। গৌরব, ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে প্যারেড গ্রাউন্ড আজ পরিণত হয় এক অনন্য বর্ণিল উৎসবে।
পূর্ব আকাশে সূর্যের বিপরীতে গর্জে ওঠে যুদ্ধবিমান। মনোমুগ্ধকর অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারা জাম্পিং আর শৈল্পিক ফ্লাইপাস্ট। যশোরের প্যারেড গ্রাউন্ডের আকাশে একের পর এক কর্মযজ্ঞ।
বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন। সুশৃঙ্খল মার্চপাস্ট আর দক্ষতা প্রদর্শনে মুগ্ধ অতিথিরা। বৃহস্পতিবার ৮৭তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কর্মকর্তাদের কমিশন প্রদান করেন বিমান বাহিনী প্রধান।
বক্তব্যে বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ নেয়ার কথা জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পাশাপাশি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
সোর্ড অব অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি, কমান্ড্যান্টস ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের ট্রফিসহ বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান মেধাবী ক্যাডেটরা।
দেশের আকাশ রক্ষার দায়িত্ব নিয়ে ৮ নারীসহ মোট ৪০ কর্মকর্তা যুক্ত হলেন বিমান বাহিনীর নতুন অভিযানে।
কেএন/এসএন