দুর্নীতি দমন কমিশন বা দুদকের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য নিয়মিত সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধান যুক্ত করেই 'দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫'-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপদেষ্টা পরিষদের এই বৈঠকে দুদক অধ্যাদেশ ছাড়াও আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের সংশোধনী, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন বিষয়ক অধ্যাদেশ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক আইন ২০২৫।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে রাজধানীর বাইরেও রাজউকের আদলে কোনো তদারকি প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শফিকুল আলম। তিনি মন্তব্য করেন, ২০১৭ সাল থেকে যদি সঠিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া হতো, তবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আরও প্রবল থাকত। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এ সংকট নিরসনে যেসব উদ্যোগ গ্রহণ করছে, ভবিষ্যৎ সরকারগুলো তার সুফল ভোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পিএ/এসএন