পরীক্ষা চলাকালে হলে ঢুকে ছাত্রদল নেতার কলম ও চকলেট বিতরণ

নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষা চলাকালে এক ছাত্রদল নেতার পরীক্ষা হলে প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও–ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

এর আগে দুপুরে বীজবাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান মিরাজ পরীক্ষার সময় হঠাৎ পরীক্ষা হলে প্রবেশ করেন। পরে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং কলম–চকলেট বিতরণ করেন।

একই সঙ্গে স্কুলের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ওয়াজদিয়া মাদরাসার শিক্ষক–শিক্ষিকাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমরা বৃত্ত পূরণের কাজ করছিলাম। এমন সময় বহিরাগত ও ছাত্রদলের কয়েকজন নেতা কক্ষে প্রবেশ করে আমাদের সঙ্গে কথা বলেন এবং কলম–চকলেট দেন। আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল।

তাদের কথাবার্তার কারণে মনোযোগ নষ্ট হয়। আমাদের শিক্ষকরা তাদের সহায়তা করেন।

এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পরীক্ষার সময় বহিরাগত প্রবেশ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়। স্থানীয়ভাবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্টদের মত, পরীক্ষা চলাকালে আগন্তুক প্রবেশ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কঠোর ব্যবস্থা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে বীজবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান মিরাজ দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমরা পরীক্ষা চলাকালীন ঢুকিনি। পরীক্ষা ছিল ১টা থেকে ৪টা পর্যন্ত। ছাত্রদল লোগো দেওয়া টি–শার্ট পরেই প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে কলম–চকলেট বিতরণ করেছি।

অনুমতি না দিলে তো প্রবেশ করতে পারতাম না।

জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শুকদেব চক্রবর্তী দেশের একটি গণমাধ্যমকে দেশের একটি গণমাধ্যমকে বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে সাবেক ছাত্র পরিচয় দিয়ে কয়েকজন তরুণ প্রবেশ করেছে। তারা কলম উপহার দেওয়ার কথা বলেছিল। পরে ফেসবুকে তারা ছাত্রদল পরিচয় দিলেও আমাদের কাছে তা গোপন রেখেছে। বিস্তারিত জানতে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন।

তবে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী দেশের একটি গণমাধ্যমকে বলেন, পরীক্ষার হলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না- এটা কোনোভাবেই সম্ভব নয়। উপহার দেওয়া সম্পূর্ণ বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারী-পুরুষের সমতা নিয়ে মুখ খুললেন মিথিলা Jan 12, 2026
img
ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া Jan 12, 2026
img
আইসিসির অস্তিত্বই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে: সাঈদ আজমল Jan 12, 2026
img
পথকুকুরদের জন্য ১০ একর জমি দান করবেন পাঞ্জাবি গায়ক মিকা সিং Jan 12, 2026
img
হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী তাহেরীর আয়ের উৎস ব্যবসা-কৃষি-ব্যাংক সুদ Jan 12, 2026
img
তেহরানে সরকারপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল Jan 12, 2026
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যু নিয়ে ধোঁয়াশা কাটছেই না Jan 12, 2026
পরিবার, বন্ধু, প্রাক্তন ও বর্তমান নিয়ে হৃতিকের জন্মদিন Jan 12, 2026
‘রিমান্ড পুলিশের টাকা আয়ের উৎস?, ডিবিতে প্রতিরাত ২৫ হাজার টাকা Jan 12, 2026
img
গণভোটে ৪ প্রশ্নের এক উত্তর অযৌক্তিক : শামীম হায়দার Jan 12, 2026
চবি আওয়ামীপন্থী শিক্ষকের নানা অপকর্মের প্রমাণ দিলেন চাকসু জিএস Jan 12, 2026
img
গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ Jan 12, 2026
img
যদি তুমি কান্না কর, তবে আমিও কান্না করব : রিয়া Jan 12, 2026
img
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক ওপেনার Jan 12, 2026
img
আশরাফ হাকিমির সাথে নোরা ফতেহির প্রেমের গুঞ্জন! Jan 12, 2026
img
আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ Jan 12, 2026
img
নাদিম-মাহী বিতর্কে মুখ খুললেন সালমান খানের বোন অর্পিতা Jan 12, 2026
img
‘নগ্ন হয়ে চাঁদে চলে গেলেই পারতেন!’ বিদ্যুৎকে কটাক্ষ রোজলিনের Jan 12, 2026
img
কৃতি শ্যাননকে তার মা মাত্র ২৩ বছরেই বিয়ে দিতে চেয়েছিলেন Jan 12, 2026
img
ভোলা-১ আসনে বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, মনোনয়ন প্রত্যাহার গোলাম নবীর Jan 12, 2026