জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর ভারত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সেই প্রত্যর্পণের শুরুটা হবে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে শেষ পর্যন্ত বাংলাদেশের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারতের পক্ষ থেকেও ইতোমধ্যে জানানো হয়েছে যে, জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনাকে প্রত্যর্পণের আমাদের অনুরোধ তারা পর্যালোচনা করছে।
তিনি আরও বলেন, আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি ক্রমশ আরও আশ্বস্ত হচ্ছি যে ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত কথিত অপরাধগুলো নিয়ে যত বেশি আলো পড়ে, ততই জুলাইয়ের হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে।
শফিকুল আলম আরও বলেন, কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুন না কেন, চিরদিন দায় এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। জুলাইয়ের হত্যাকাণ্ডের শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার পাওয়ার বিষয়ে যদি আমরা জাতি হিসেবে দৃঢ় ও মনোযোগী থাকি, তবে দায়ীদের পক্ষে শেষ পর্যন্ত পরিণতি এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
শেষে তিনি পোস্টে উল্লেখ করেন, ‘এটি কামালকে দিয়েই শুরু হবে, এরপর…’
এসএন