টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে।
ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে মারা যাওয়া মো. নুর আলম (৮০) নোয়াখালী সদর থানার আন্ডার চর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দেশের একটি গণমাধ্যমকে বলেন, জোড়ে এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন নুর আলম। রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পরে উপস্থিত সাথীরা তাকে চিকিৎসাকেন্দ্রে নিলে যেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ জুমার নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এসএন