গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সংবাদ সম্মেলনে রোহিত শর্মার সঙ্গে হাজির হয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি।
কেন হঠাৎ সিরিজের মাঝে অবসর নেন অশ্বিন? নেপথ্যে কি কারও চাপ ছিল? কেউ বাধ্য করেছিলেন কি না এমন অনেক গুঞ্জন শোনা গেছে। এবার অশ্বিন নিজেই জানালেন তার অবসরের কারণ। ১৩ বছর আগের এক প্রতিজ্ঞা পূরণ করতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হয়েছে তাকে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, ১৩ বছর আগে এক প্রতিজ্ঞা করেছিলেন তিনি। সেটাই তাকে থামতে বাধ্য করেছে। অশ্বিন বলেন, “২০১২ সালে ভারতের মাটিতে ইংল্যান্ডের কাছে হারের পর প্রতিজ্ঞা করেছিলাম, এরপর আবার যেদিন আবার দেশের মাটিতে টেস্ট সিরিজ হারব, তারপরেই অবসর নেব। গত বছর নিউজিল্যান্ডের কাছে হারের পরই ঠিক করে নিই, এবার সময় হয়েছে। তাই ঘরে বসে আছি। ওই হার মন ভেঙে দিয়েছিল।”
অশ্বিনের আশা, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এখনকার ক্রিকেটাররাও নিজেদের বদল করার চেষ্টা করবেন। কিছু প্রতিজ্ঞা করে তা পূরণ করার চেষ্টা করবেন তারা। অশ্বিন জানিয়েছেন, তার সিদ্ধান্ত শুনে সবাই অবাক হয়েছিলেন। অনেকে তো তাকে আবার ভাবতেও বলেছিলেন।
ভারতের সাবেক স্পিনারের কথায়, “আমাকে কেউ চলে যেতে বলেনি। উল্টো অনেকেই বলেছিল, ভেবে দেখতে। ওরা চেয়েছিল আমি আরও খেলি। রোহিত আমাকে ভাবতে বলেছিল। গৌতি ভাই (গৌতম গম্ভীর) বলেছিল। তবে আগারকারের সঙ্গে এই বিষয়ে আমি খুব একটা কথা বলিনি।”
অস্ট্রেলিয়া সফরের মাঝে অবসর নিয়ে ভারতে ফিরে আসেন অশ্বিন। তারপর আইপিএল থেকেও অবসর নেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। দলও পান অশ্বিন। কিন্তু চোটের কারণে খেলতে যেতে পারেননি তিনি।
প্রসঙ্গত, অশ্বিন শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০২২ সালে আর শেষ ওডিআই খেলেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে। টেস্টে অশ্বিনের অভিষেক হয়েছিল ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে অশ্বিন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট। ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন তিনি।
টিজে/টিকে