বাংলাদেশের নির্ধারিত ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর নতুন অ্যাসাইনমেন্ট হিসেবে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও শ্রীলঙ্কা নারী দল।
সফর স্থগিতের বিষয়টি ১৮ নভেম্বর নিশ্চিত হয়। বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন, ইমেইলের মাধ্যমে সফর স্থগিতের বিষয়টি জানিয়েছে বিসিসিআই।
তিনি বলেন, ‘হ্যাঁ, সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় নির্ধারণে এখনো কিছু বলেনি তারা। শিগগিরই যে নতুন তারিখ ঘোষণা হবে, সেটারও নিশ্চয়তা নেই।’
ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের এই সফর দিয়েই শুরু হওয়ার কথা ছিল নতুন ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চক্র।
একই সঙ্গে এ সিরিজ দিয়েই মাঠে গড়াত আইসিসি উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের আরেকটি নতুন চক্র। তবে এর আগেই সূচিতে আসে বদল, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশে হওয়ার কথা থাকা ভারতের পুরুষ দলের সীমিত ওভারের সিরিজও সরিয়ে নেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।
বাংলাদেশ সিরিজ পিছিয়ে যাওয়ায় ডব্লিউপিএলের (উইমেন্স প্রিমিয়ার লিগ) আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই সামনে আসছে শ্রীলঙ্কা সিরিজ। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তমে এবং শেষ তিন ম্যাচ তিরুবনন্তপুরমে।
যদিও ডব্লিউপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির কোনোটিতেই নেই শ্রীলঙ্কার কোনো খেলোয়াড়।
আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতিকে কেন্দ্র করেই সিরিজটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ৩০ সেপ্টেম্বর নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে; টি-টোয়েন্টিতে দেখা হয়েছে ২০২৪ বিশ্বকাপে।
ডব্লিউপিএল শেষে ভারত নারী দল ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে।
২০২৬ সালজুড়ে ব্যস্ত আন্তর্জাতিক সূচির এটিই হবে তাদের প্রথম ধাপ।
টিজে/টিকে