ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তারা শাহবাগ চত্বর অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে বলেও জানান তারা।
এসময় অন্তর্বর্তী সরকার তাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আন্দোলনরতরা।
একজন বলেন, আমাদের একটি সেতু দিতে হবে। এই সেতুর যুক্তিটা ছিল এই যে, আমরা ভোলাবাসী সবসময় জাতীয় গ্রিডে গ্যাস, বিদ্যুৎ দিয়ে সহায়তা করছি। অথচ আমরা সুবিধাবঞ্চিত।
টিজে/টিকে