ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা ও প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রি ইয়র্মাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে দেশটির দুটি দুর্নীতিবিরোধী সংস্থা।
বৃহস্পতিবার ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো (নাবু) নিশ্চিত করেছে যে, আদালতের অনুমোদন নিয়ে এই অনুসন্ধান শুরু হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও সংস্থাটি জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জেলেনস্কির ঘনিষ্ঠ মহলে জড়িয়ে পড়া একটি বড় দুর্নীতিকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে।
যদিও প্রেসিডেন্ট বা তার প্রধান সহকারী ইয়র্মাকের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ ওঠেনি। তবু সমালোচকদের চাপে, বিশেষ করে ইয়র্মাকের পদ ছাড়ার দাবি তীব্র হয়েছে।
৫৪ বছর বয়সী ইয়র্মাক সামাজিক মাধ্যমে জানান, নাবু ও বিশেষ দুর্নীতি দমন প্রসিকিউটরস অফিস (সাপো) তার বাসায় ‘প্রক্রিয়াগত তৎপরতা’ চালাচ্ছে। তদন্তকারীরা তার অ্যাপার্টমেন্টে পূর্ণ প্রবেশাধিকার পেয়েছেন এবং তার আইনজীবীরা সেখানে উপস্থিত আছেন।
তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে।’
ইয়র্মাকের বাসায় অভিযান এমন সময় শুরু হলো যখন সপ্তাহের শেষ নাগাদ কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটি খসড়া শান্তি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মস্কোতেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইয়র্মাক মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জেলেনস্কি যত দিন প্রেসিডেন্ট থাকবেন, তত দিন আমরা কোনো ভূখণ্ড ছাড়ব না।
তিনি কখনোই ভূখণ্ড সমঝোতায় সই করবেন না।’
ইউক্রেনে সাম্প্রতিক দুর্নীতিকাণ্ডের জালে দেশটির জ্বালানি খাতকে কেন্দ্র করে প্রায় ১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। নাবু ও সাপো বলছে, রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা এনর্হোআটমকে ঘিরে বিশাল কমিশন খাওয়া ও প্রভাব খাটানোর চক্র তারা উদঘাটন করেছে।
এ ঘটনায় ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, যেসব গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেসব প্রকল্প থেকেই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।
জেলেনস্কি ইতিমধ্যে দুই মন্ত্রীকে বরখাস্ত করেছেন। কয়েকজন সন্দেহভাজন আটক হয়েছেন। এ ঘটনায় তার সাবেক ব্যাবসায়িক সহযোগী তিমুর মিনদিচ দেশ ছেড়ে পালিয়েছেন বলেও জানা গেছে। মিনদিচ ছিলেন সেই টিভি স্টুডিওর সহ-মালিক, যেখানে জেলেনস্কির অভিনয় জীবন শুরু হয়েছিল।
আরপি/টিকে