টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। ঘরের মাঠে খেলা সবশেষ তিন সিরিজের দুটিতেই হোয়াইটওয়াশ হয়েছে তারা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর সমালোচনায় বিদ্ধ কোচ গৌতম গম্ভীর।
এদিকে তাকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সও। তার মতে গম্ভীরের সমস্যাটা তার কোচিং পদ্ধতিতে। খেলোয়াড় হিসেবে তার মধ্যে যে আচরণ ছিল, সেটা কোচিংয়ের জন্য আদর্শ নয় বলে মন্তেব্য করেছেন ডি ভিলিয়ার্স।
সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘ভারতের পক্ষে কথা বললে এটা খুবই কঠিন। আমি জানি না, নেতৃত্বের বেলায় গৌতম গম্ভীর কেমন। আমি তাকে জানি একজন আবেগপ্রবণ খেলোয়াড় হিসেবে। চেঞ্জ রুমেও যদি একই ব্যাপার হয়ে থাকে, সাধারণত, একজন আবেগপ্রবণ কোচ দলের জন্য ভালো কিছু নিয়ে আসে না। কিন্তু এটা বলা যায় না যে সে পর্দার পেছনে এমন কোচ এবং নেতা। এখানে কোনো ঠিক এবং ভুল নেই। কিছু খেলোয়াড় সাবেক খেলোয়াড়কে নিয়ে স্বস্তিবোধ করতে পারে। কিছু খেলোয়াড় এমন কোচকে নিয়ে স্বস্তিবোধ করতে পারে, যে কখনো কোনো ম্যাচ খেলেননি। কিন্তু তার কোচিং করানোর অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে।’
ভারতকে তাদের ঘরের মাটিতে দীর্ঘ ২৫ বছর দ্বিতীয় বারের মতো হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। ২০০০ সালে হ্যান্সি ক্রনিয়ের অধীনে ভারতকে ধবলধোলাই করেছিল প্রোটিয়ারা। ২-০ ব্যবধানে ভারতের বিপক্ষে দাপুটে জয়ে কোচ শুকরি কনরাডকে কৃতিত্ব দিয়েছেন ডি ভিলিয়ার্স।
এবি/টিকে
তিনি বলেন, ‘ঘরোয়া লিগের দীর্ঘ অভিজ্ঞতায় সে এ পর্যায়ে এসেছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সে খুবই শান্ত স্বাভাবের। সে সাধারণত পরিসংখ্যান এবং তার সাহসী চিন্তা থেকে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। সে শুধু খেলোয়াড় বাছাইয়ে পড়ে থাকে না বরং তাদের নিয়ে কাজ করে যাতে তারা ভালো করতে পারে।’
তবে গম্ভীরের ওপর এখই আস্থা হারাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন তিনি।
এবি/টিকে