বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, একটি মহল মানুষের ঘরে গিয়ে মা-বোনদের ভুল পথে নেওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না। এ দেশ জনগণের, এখানে নারী-পুরুষ সবার অধিকার সমান। সমাজে কোনো শয়তানগোষ্ঠী যেন জায়গা না পায়, সে জন্য পুরুষদের সজাগ থাকতে হবে। আমাদের বিজয়ে নারীদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ব্যবধানই আন্তর্জাতিক অঙ্গনে সমর্থনের ভারসাম্য নির্ধারণ করবে। জয়-পরাজয় নয় বিশ্ব এখন তাকিয়ে আছে আমরা কত ভোটের ব্যবধানে বিজয় অর্জন করতে পারি সে দিকে। আমরা যদি ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আন্তর্জাতিক পরিসরে আমাদের প্রতি সমর্থন আরও শক্তিশালী হবে।
হাসিনা সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর বহু বছর মুজিবের ফ্যাসিস্ট সরকার এবং সর্বশেষ ১৫ বছর শেখ হাসিনা সরকারের দুঃশাসনে দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে। দেশকে ভিখারিতে পরিণত করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। অনেক সহযোদ্ধার লাশও আর খুঁজে পাওয়া যায়নি।
নির্বাচনে বিজয়ী হলে উন্নয়নের ধারা আরও বিস্তৃত হবে উল্লেখ করে ভিপি জয়নাল বলেন, আমরা সরকারে থাকাকালে ফেনীতে গার্লস ক্যাডেট কলেজ, কম্পিউটার ইনস্টিটিউটসহ নানা গুরুত্বপূর্ণ উন্নয়ন করেছি। এবারও ক্ষমতায় গেলে সেই উন্নয়নের ধারা আরও সম্প্রসারিত হবে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। উন্নত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে।
বিএনপির এ প্রবীণ নেতা আরও বলেন, আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার জন্য হাজার হাজার মুক্তিযোদ্ধা অবদান রেখেছেন, অনেকেই ইজ্জত বিসর্জন দিয়েছেন। স্বাধীনতার পর বারবার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ফিরে আসায় জনগণের স্বপ্ন পূরণ হয়নি। এবার তাদের সেই সুযোগ আর দেওয়া হবে না। আমাদের দলে চোর, গুণ্ডা বা চাঁদাবাজদের কোনো স্থান নেই। এ ধরনের লোকদের আশ্রয় দিলে শুধু দল নয়, দেশও ধ্বংস হবে।
ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় পৌর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরপি/টিকে